নিজস্ব প্রতিবেদক : জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজধানীর কাফরুলে বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) র্যাব-৪ এর সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের তথ্য জানানো হয়েছে।
বুধবার রাতে কাফরুল থানাধীন সেনপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. মাহমুদুর রহমান খান সনিকে (৪৬) আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে তার কাছে অবৈধ অস্ত্র রয়েছে। অভিযানে উদ্ধার হয় একটি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড তাজা গুলি, ১ রাউন্ড খোসা এবং একটি দেশীয় অস্ত্র।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, সনি এই অস্ত্র ব্যবহার করত রাজধানীর মিরপুর, কাফরুল, দারুসসালামসহ আশেপাশের এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে। এছাড়া সে পেশাদার অপরাধীদের ভাড়ায় এই অস্ত্র সরবরাহ করত, যা খুন, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহার হত।
র্যাব জানিয়েছে, গ্রেফতার আসামির বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।