শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১০ শাবান, ১৪৪৭ হিজরি

প্রথম আলো কার্যালয়ে হামলা মামলায় ৮ জন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক : প্রথম আলো পত্রিকার কার্যালয়ে হামলার ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেফতারকৃত আটজনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

রিমান্ডে যাওয়া আটজন হলেন- নাইম ইসলাম, সাইদুর রহমান, আবুল কাশেম, প্রান্ত সিকদার, রাজু আহম্মেদ, সাগর ইসলাম, জাহাঙ্গীর ও হাসান। বৃহস্পতিবার তাদেরকে কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা সুষ্ঠু তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহদাত প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৮ ডিসেম্বর রাত ১১টা ১৫ মিনিট থেকে ১৯ ডিসেম্বর রাত ২টা ৩০ মিনিটের মধ্যে অজ্ঞাতনামা কয়েক হাজার লোক বেআইনিভাবে সমবেত হয়ে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে হামলা চালায় ও অগ্নিসংযোগ করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা তাদের ওপরও মারমুখী আচরণ করে। পরে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ভবনে আটকা পড়াদের উদ্ধার করে।

এ ঘটনায় ২২ ডিসেম্বর পেনাল কোড, বিশেষ ক্ষমতা আইন, সাইবার সিকিউরিটি অধ্যাদেশ ও সন্ত্রাস বিরোধী আইনে তেজগাঁও থানায় মামলা দায়ের করা হয়।