বিনোদন ডেস্ক: পর্দায় প্রেম, আবেগ আর রসায়নে দর্শকদের হৃদয় জয় করা কেয়া পায়েল-খায়রুল বাসার জুটিকে নিয়ে এবার আলোচনা ছাপিয়ে গেছে নাটকের গণ্ডি। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে কেয়া পায়েলের একটি রহস্যময় পোস্ট ঘিরে ভক্তদের কৌতূহল তুঙ্গে। প্রশ্ন উঠছে—নাটকের গল্প কি তবে বাস্তবে রূপ নিচ্ছে, নাকি সবটাই নিছক জল্পনা?
সম্প্রতি ইনস্টাগ্রামে খায়রুল বাসারের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন কেয়া পায়েল। সেখানে দুজনকে হাসিখুশি মেজাজে দেখা যায়। তবে নেটিজেনদের নজর কাড়ে ছবির ক্যাপশন, যেখানে পায়েল লিখেছেন—“যদি সত্যি জানতে চাও, তোমাকে চাই।”
প্রিয় অভিনেত্রীর এমন ক্যাপশন দেখে ভক্তদের মনে প্রশ্ন জাগে—এটি কি কেবলই কোনো নাটকের সংলাপ, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো বিশেষ বার্তা?
বর্তমানে এই তারকা জুটি মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এটা আমাদেরই গল্প শিরোনামের একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন।
উল্লেখ্য, পারিবারিক আবেগ এবং সম্পর্কের টানাপোড়েন নিয়ে নির্মিত এই নাটকটি জনপ্রিয় পাকিস্তানি সিরিজ কাভি মে কাভি তুম-এর ছায়া অবলম্বনে তৈরি। নাটকটির গল্প এবং এই দুই তারকার অনস্ক্রিন পারফরম্যান্স ইতিমধ্যেই দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে।