বিনোদন ডেস্ক : গ্ল্যামারের ঝলক আর রূপালি পর্দার আলো ছাপিয়ে এবার আত্মিক প্রশান্তির পথে হাঁটলেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। পবিত্র মক্কায় ওমরাহ পালনকালে নিজের সোশ্যাল হ্যান্ডেলে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সেই পরম মুহূর্তগুলোর ছবি।
সোমবার (১২ জানুয়ারি) তিনি ফেসবুকে বেশকিছু ছবি প্রকাশ করেন। মদিনার পথে জেদ্দা মেট্রো রেলস্টেশনে তোলা ছবিগুলো ইতোমধ্যেই নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে।
প্রকাশিত ছবিতে দেখা যায়, পূর্ণিমা আবায়া ডিজাইনের কালো বোরকা ও সাদা হিজাব পরিধান করেছেন। ছবির ক্যাপশনে তিনি ওমরাহ পালন শেষে নিজের অনুভূতি প্রকাশ করে লিখেছেন, “সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।” সঙ্গে যুক্ত করেছেন হ্যাশট্যাগ- পূর্ণিমা, ওমরাহ ২০২৫ এবং আবায়া স্টাইল।
এর আগে, কালো বোরকা পরে মদিনার মসজিদের সামনে দাঁড়িয়ে ছবি তুলেছিলেন তিনি। সেই ছবিতেও ভক্তদের ভালোবাসা ও শুভকামনা পেয়েছেন।
বছরের শুরুতে পূর্ণিমার ওমরাহ পালনের পোস্টে মন্তব্যের ঘরে ভক্তদের শুভকামনায় ভাসছেন তিনি। অনেকেই তার হজ্জ কবুলের দোয়া করেছেন।
ধারণা করা হচ্ছে, স্বামী আশফাকুর রহমান রবিনের সঙ্গে মদিনা সফর ও ওমরাহ পালন করছেন পূর্ণিমা। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেননি তিনি।