শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১০ শাবান, ১৪৪৭ হিজরি

ইরানে বিমান হামলা বিকল্প রাখছেন ট্রাম্প : হোয়াইট হাউস

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে বিক্ষোভকারীদের দমনে অভিযান ঠেকাতে দেশটির ওপর বিমান হামলার বিষয়টি বিকল্প হিসেবে বিবেচনায় রেখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১২ জানুয়ারি) হোয়াইট হাউস এ তথ্য জানিয়ে বলেছে, তেহরানের রাস্তায় মানুষ হতাহত হচ্ছে।

তবে কূটনীতির পথ এখনো খোলা রয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। তিনি বলেন, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে গোপন আলোচনায় ইরান অনেকটাই ভিন্ন সুরে কথা বলেছে।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, হোয়াইট হাউসের ওয়েস্ট উইংয়ের বাইরে সাংবাদিকদের কাছে লেভিট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প সব সময়ই সব বিকল্প খোলা রাখেন। সেনাপ্রধান হিসেবে তাঁর সামনে থাকা বহু বিকল্পের মধ্যে বিমান হামলাও একটি। তবে তিনি সব সময় কূটনীতির পথকেই আগে বেছে নেন।

লেভিট আরও বলেন, “ইরানি শাসকগোষ্ঠীর কাছ থেকে প্রকাশ্যে যা শোনা যাচ্ছে, তা প্রশাসন গোপনে যে বার্তা পাচ্ছে তার থেকে একেবারেই আলাদা। প্রেসিডেন্ট ওই বার্তাগুলো খতিয়ে দেখতে আগ্রহী।”

এর আগে সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কূটনৈতিক সম্পর্ক না থাকলেও তাদের শীর্ষ কূটনীতিক আব্বাস আরাঘচি ও ট্রাম্পের বিশেষ দূতের মধ্যে যোগাযোগের একটি চ্যানেল খোলা রয়েছে।

রোববার ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী “খুব শক্ত বিকল্প” বিবেচনা করছে। তাঁর ভাষায়, বিক্ষোভকারীদের হত্যার বিষয়ে তেহরান আগে তাঁর নির্ধারিত “লাল রেখা” অতিক্রম করেছে বলে মনে হচ্ছে। তিনি আরও বলেন, ইরানের নেতারা বৈঠকের জন্য যোগাযোগ করেছেন। তবে বৈঠকের আগেই পদক্ষেপ নিতে হতে পারে।

মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, নিহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। কয়েক দিন ধরে ইন্টারনেট বন্ধ থাকায় সীমিত তথ্যই ইরান থেকে বাইরে আসছে। লেভিটের বক্তব্যে হতাহতের বিষয়টি নিশ্চিত হওয়ার ইঙ্গিত পাওয়া যায়।

তিনি বলেন, “প্রেসিডেন্ট অবশ্যই তেহরানের রাস্তায় মানুষকে হত্যা হতে দেখতে চান না। দুর্ভাগ্যজনকভাবে আমরা এখন সেটাই দেখছি।”