নিজস্ব প্রতিবেদক : হিজাব ও নিকাব নিয়ে বিদ্বেষমূলক মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
এ সময় সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মোশাররফ হোসেন ঠাকুর নেকাবি নারীদের ‘ইহুদি বেশ্যা নারীদের’ সঙ্গে তুলনা করে যে বক্তব্য দিয়েছেন, তা নারীদের মর্যাদা ও ইসলামের প্রতি সরাসরি অবমাননা।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় রাজধানী জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে আপ বাংলাদেশের মুখপাত্র শাহরিন ইরা বলেন, ‘আওয়ামী রেজিমে যে ইসলামবিদ্বেষ প্রতিষ্ঠার চেষ্টা চালানো হয়েছিল, তা এখনও বিভিন্নভাবে অব্যাহত রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে কর্মক্ষেত্র ও রাজনীতির মাঠ পর্যন্ত হিজাব-নিকাবের প্রতি বিদ্বেষমূলক আচরণ দুঃখজনক ও নিন্দনীয়।’
তিনি আরও বলেন, ‘মোশাররফ হোসেন ঠাকুরের বক্তব্য শুধু তার ব্যক্তিগত পরিচয় নয়, এটি তার দলের অবস্থানকেও প্রশ্নবিদ্ধ করে। বিএনপিকে দ্রুত এ বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে, নতুবা এই বক্তব্যকেই দলীয় অবস্থান হিসেবে গণ্য করা হবে।’
শাহরিন ইরা স্পষ্ট করে জানান, বিশ্ববিদ্যালয়, কর্পোরেট অফিস, রাস্তাঘাট কিংবা রাজনৈতিক অঙ্গন, যেখানেই হিজাব ও নিকাব নিয়ে বিদ্বেষমূলক আচরণ করা হবে, সেখানে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
সংগঠনের কেন্দ্রীয় সদস্য দিলারা খানম বলেন, ইসলামের শরীয়াহ বিধান ‘নিকাব’ নিয়ে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করেছেন মোশাররফ হোসেন ঠাকুর। এটি শুধু নারীদের অপমান নয়, সরাসরি ইসলামের অবমাননা। তিনি তার এই বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান।
যুব উইংয়ের সহ-সমন্বয়কারী ইসরাত জাহান ইশা বলেন, নিকাব ইসলামের একটি শাশ্বত বিধান এবং শালীনতার প্রতীক। নিকাবকে বিকৃতভাবে উপস্থাপন করা ইসলামবিদ্বেষী মানসিকতার বহিঃপ্রকাশ। তিনি সামাজিক ও রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা নেকাবি নারীদের অবমাননার বিরুদ্ধে তাৎক্ষণিক বিচার এবং রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল অবস্থান নিশ্চিত করার দাবি জানান।
প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন আপ বাংলাদেশের নারায়ণগঞ্জ মহানগরের সদস্য সচিব নাহিদা আক্তার ঊর্মি, ওমেন উইং সদস্যবৃন্দ, কেন্দ্রীয় সদস্যবৃন্দসহ আরও অনেকে।