নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বাড্ডা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের রাজনৈতিক অফিসে গুলির ঘটনা ঘটেছে।
বুধবার (১৪ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। এনসিপির মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার সকালে ৩৮নং ওয়ার্ডে অবস্থিত তাদের একটি সাংগঠনিক অফিসে গুলি চালানো হয়। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।
তিনি আরও বলেন, অফিসে থাকা ব্যানার, পোস্টার ও আহ্বায়কের ছবি ভাঙচুর করা হয়েছে। পুলিশ ইতোমধ্যে ঘটনাটি তদন্ত শুরু করেছে।