নিজস্ব প্রতিবেদক : বাহরাইনে একটি বাসায় পোস্টাল ব্যালটের একাধিক খাম গণনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার মুখে ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (১৪ জানুয়ারি) সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানান, সেখানে মোট ১৬০টি ব্যালট ছিল। ভিডিওতে কোনো খাম খোলা হয়েছে—এমন দৃশ্য দেখা যায়নি। বিষয়টি বর্তমানে বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দেখছেন।
তিনি আরও বলেন, পোস্টাল ব্যালট বিতরণে নিয়ম অনুসরণে কোনো ব্যতিক্রম ঘটেছে কি না, তা বাহরাইনের ডাক বিভাগ (বাহরাইন পোস্ট) তদন্ত করে জানাবে।
ইসি সচিব ব্যাখ্যা দিয়ে বলেন, পোস্টাল ভোটের ব্যালট পাওয়ার আনন্দ ধরে রাখতে কেউ ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। তবে এটি করা উচিত হয়নি বলে তিনি ব্যক্তিগতভাবে মনে করেন।
তিনি উদাহরণ টেনে বলেন, ছাত্রজীবনে হোস্টেলে যেমন একটি টেবিলে চিঠিপত্র রাখা হতো এবং সেখান থেকে প্রত্যেকে নিজের চিঠি নিয়ে নিত, ঠিক তেমনভাবেই একটি বাক্সে ১৬০টি ব্যালট রাখা হয়েছিল। পরে কয়েকজন বাংলাদেশি প্রবাসী এসে বাক্সটি খুলে নিজেদের মধ্যে ভাগ করে নেন—যেমন পাশের ঘরে থাকা কারও জন্য খাম পৌঁছে দেওয়া। বিষয়টি এরকমই ছিল।
তিনি জানান, ঘটনাটি তাৎক্ষণিকভাবে বাহরাইন পোস্টকে জানানো হয়েছে। তারা সরেজমিন তদন্ত করে দেখবে, নির্ধারিত পদ্ধতিতে কোনো ব্যতিক্রম ঘটেছে কি না।
এদিকে বিএনপি অভিযোগ করেছে, পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীক এমনভাবে রাখা হয়েছে যে প্রতীকের মাঝখানে ভাঁজ পড়ছে। এ বিষয়ে প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, প্রতীকের যে গেজেট প্রকাশ করা হয়েছিল, তার ধারাবাহিকতায় পোস্টাল ব্যালটে প্রতীকের ক্রম সাজানো হয়েছে।