শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১০ শাবান, ১৪৪৭ হিজরি

জামায়াত কার্যালয়ে চলছে রুদ্ধদ্বার বৈঠক, রাতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সকাল থেকে শুরু হওয়া জরুরি বৈঠক এখনো চলছে। এতে জামায়াতসহ জোটের শীর্ষ নেতারা অংশ নিয়েছেন।

বৈঠক সূত্রে জানা গেছে, রাত ৮টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে ১১ দলীয় জোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে।

বৈঠকে উপস্থিত রয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং খেলাফত মজলিশের মহাসচিব আহমাদ আব্দুর কাদেরসহ অন্যান্য নেতৃবৃন্দ।