শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১০ শাবান, ১৪৪৭ হিজরি

খাগড়াছড়িতে নির্বাচনকালীন সাংবাদিকতা প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে গণমাধ্যমকর্মীদের নিয়ে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ি জেলা পরিষদ সম্মেলন কক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর সহযোগিতায় খাগড়াছড়ি প্রেসক্লাবের আয়োজনে এ অনুষ্ঠান হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় জেলার ৫০ জন গণমাধ্যমকর্মী অংশ নেন।

সমাপনী অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন, এই প্রশিক্ষণ সাংবাদিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে মিথ্যা তথ্য প্রচার হচ্ছে, তাতে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে। অপসংবাদ প্রচারের মাধ্যমে স্থিতিশীল পরিবেশ নষ্ট হচ্ছে। তাই নির্বাচনী সময়ে সঠিক নিয়ম-নীতি মেনে সাংবাদিকতা করার প্রয়োজনীয়তা এই প্রশিক্ষণ থেকে সাংবাদিকরা উপলব্ধি করেছেন। তিনি আরও বলেন, এই অভিজ্ঞতা ভবিষ্যতে বাস্তব জীবনে কাজে লাগবে। একই সঙ্গে তিনি সাংবাদিকদের অপ-সাংবাদিকতা থেকে বিরত থেকে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন, পিআইবি প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, আজকের পত্রিকার সিনিয়র রিপোর্টার মো. হুমায়ুন কবীর এবং খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল।

দুই দিনব্যাপী প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী গণমাধ্যমকর্মীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।