নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক আশা প্রকাশ করেছেন, ইসলামী আন্দোলনকে সঙ্গে নিয়েই চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জোটের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
মাওলানা মামুনুল হক বলেন, দশ দলের উপস্থিতিতে বৈঠক সম্পন্ন হয়েছে। ইসলামী আন্দোলনের সঙ্গেও আলোচনা হয়েছে। রাতে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। তিনি আরও বলেন, “আমাদের প্রত্যাশা একসঙ্গেই এগিয়ে যেতে পারবো। ইসলামী আন্দোলনকে সঙ্গে নিয়েই আসন ঘোষণা করতে পারবো— এই আশা করছি।”