শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১০ শাবান, ১৪৪৭ হিজরি

দিশার প্রেমিক তালবিন্দরকে ঘিরে এইচআইভি বিতর্ক

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দিশা পাটানির চর্চিত প্রেমিক তালবিন্দরকে ঘিরে নেটদুনিয়ায় তোলপাড় চলছে। ঠিক এমন সময়ে সামনে এলো এক বিস্ফোরক তথ্য। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টে ইঙ্গিত দেওয়া হয়েছে, দিশার কথিত প্রেমিক ‘এইচআইভি’-এর মতো মরণব্যাধিতে আক্রান্ত।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, পাঞ্জাবে জন্ম নেওয়া এবং ক্যালিফোর্নিয়ায় বেড়ে ওঠা জনপ্রিয় সংগীতশিল্পী তালবিন্দর সিং সিধুর সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন দিশা পাটানি। একাধিকবার দুজনকে হাত ধরে ক্যামেরাবন্দি হতে দেখা গেছে। এমন গুঞ্জনের মাঝেই তালবিন্দরের প্রাক্তন প্রেমিকা সোনি কৌরের একটি পোস্ট নতুন আলোচনার জন্ম দিয়েছে। যদিও পোস্টে কারও নাম উল্লেখ করা হয়নি, তবু ভয়াবহ ইঙ্গিত দিয়েছেন তিনি।

সোনি কৌর লিখেছেন, বিষয়টি শুধু এইচআইভি বা যৌনবাহিত রোগের নয়। মানুষ অভিশাপের সঙ্গে দুর্ভাগ্যও বয়ে আনে। তাই কার সঙ্গে সময় কাটাচ্ছেন, সে বিষয়ে সতর্ক থাকা জরুরি।

প্রতিবেদনে বলা হয়েছে, সরাসরি নাম উল্লেখ না করলেও নেটিজেনদের অধিকাংশই মনে করছেন, সোনির পোস্টটি তালবিন্দরকে উদ্দেশ্য করে লেখা। ফলে প্রশ্ন উঠছে, তবে কি দিশার নতুন এই ‘বিশেষ বন্ধু’ সত্যিই কোনো গুরুতর রোগে আক্রান্ত? যদিও বিতর্কের মাঝেও দিশা বা তালবিন্দর কেউই এখন পর্যন্ত এ বিষয়ে মুখ খোলেননি।

টাইগার শ্রফের সঙ্গে দীর্ঘ সম্পর্কের বিচ্ছেদের পর সম্প্রতি দিশার নাম জড়িয়েছে তালবিন্দরের সঙ্গে। অভিনেত্রী কৃতি স্যাননের বোন নূপুর স্যাননের বিয়ের অনুষ্ঠান থেকেই এ জল্পনার সূত্রপাত। সেখানে দিশা ও তালবিন্দরের ঘনিষ্ঠ মুহূর্ত সবার নজর কাড়ে। তবে এই প্রেমের গুঞ্জনের মধ্যেই সাবেক প্রেমিকার পোস্ট বড় প্রশ্ন তুলছে।