স্পোর্টস ডেস্ক : বিগ ব্যাশ লিগে শনিবার একটি ম্যাচে পাকিস্তানের তারকা বোলার হারিস রউফ নিউজিল্যান্ডের ব্যাটার ফিন অ্যালেনকে বেশ জোরে ধাক্কা দেন। তবে এরপর যা ঘটলো, তা দেখে হাসিতে ফেটে পড়েন সবাই।
পার্থ স্কর্চার্সের রান তাড়া করার সময় তৃতীয় ওভার শেষে অ্যালেন তার সতীর্থ ব্যাটার জশ ইংলিশের সঙ্গে কথা বলতে স্ট্রাইকার প্রান্তের দিকে যাচ্ছিলেন। মেলবোর্ন স্টারসের পেসার রউফ তখন ওভার শেষ করে আম্পায়ারের কাছ থেকে নিজের জার্সি নিতে ফিরছিলেন। দুই খেলোয়াড় যখন একে অপরকে অতিক্রম করছিলেন, তখন রউফ কিউই তারকার কাঁধে একটি জোরালো ধাক্কা দেন।
পুরো বিষয়টি বেশ ইতিবাচকভাবে শেষ হয় কারণ অ্যালেন বুঝতে পেরেছিলেন যে রউফের এই ইচ্ছাকৃত ধাক্কাটি ছিল নিছক মজা। নিউজিল্যান্ডের এই ব্যাটার হাসিমুখে এর প্রতিক্রিয়া জানান এবং রউফও হাসতে থাকেন। কয়েক সেকেন্ড পরই তারা একে অপরের সাথে করমর্দন করেন এবং পিঠ চাপড়ে দেন।
উল্লেখ্য যে, গত বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপে হারিস রউফকে ‘খেলার মর্যাদা ক্ষুণ্ণ করার’ দায়ে জরিমানা করা হয়েছিল। টুর্নামেন্ট চলাকালে চারটি ডিমেরিট পয়েন্ট পাওয়ার কারণে তাকে দুটি ওয়ানডে ম্যাচ থেকে নিষিদ্ধও করা হয়েছিল।
ভারতের বিপক্ষে দুটি আলাদা ম্যাচে দুটি অপ্রীতিকর ঘটনার জন্য তার ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছিল, যার ফলে তিনি দুই ম্যাচের নিষেধাজ্ঞা পান। আইসিসি-র নিয়ম অনুযায়ী, চারটি ডিমেরিট পয়েন্ট দুটি সাসপেনশন পয়েন্টে রূপান্তরিত হয়েছিল।
সেপ্টেম্বরের ১৪ তারিখের ম্যাচে, একটি বিমান দুর্ঘটনার ইঙ্গিতবাহী আপত্তিকর অঙ্গভঙ্গি করার জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন। এতে ভারতের ‘অপারেশন সিন্দুর’ সামরিক অভিযানকে উপহাস এবং পাকিস্তানের দাবি অনুযায়ী ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার প্রসঙ্গটি উঠে এসেছিল।
গত ২৮ সেপ্টেম্বর বাউন্ডারি লাইনের কাছে ফিল্ডিং করার সময় ভারতীয় সমর্থকদের উত্তেজিত করার উদ্দেশ্যে তিনি আবারও একই অঙ্গভঙ্গির পুনরাবৃত্তি করেছিলেন।