বিনোদন ডেস্ক : প্রথম দেখায় মানসিক ভারসাম্যহীন এক নারী ভেবে যে কেউ এড়িয়ে যাবেন। উষ্কখুষ্ক চুল, ময়লা পোশাক আর মুখভর্তি ধুলো—সামাজিক মাধ্যমে এমনই একটি ভিডিও ঘুরছে। কিন্তু একটু মনোযোগ দিলেই দেখা যায়, সেখানে হাজির হয়েছেন জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। খটকা এখানেই।
ধীরে ধীরে অনেকেই অনুমান করেন, ভিডিওতে দেখা মানসিক ভারসাম্যহীন তরুণী আসলে অভিনেত্রী কেয়া পায়েল। জানা গেছে, এটি একটি নাটকের শুটিংয়ের দৃশ্য।
সম্প্রতি কেয়া পায়েলের এই ভিন্ন রূপের ভিডিও প্রকাশ করেন তার সহশিল্পী জোভান। ভিডিওতে দেখা যায়, কেয়া একজন ভবঘুরে বা মানসিক ভারসাম্যহীন মানুষের সাজে দাঁড়িয়ে আছেন। একপর্যায়ে তাকে উচ্চৈঃস্বরে বলতে শোনা যায়, কেউ একজন তাকে বল ছুড়ে মেরেছে এবং সে বিচার চাইছে। ঠিক তখনই জোভান মোটরসাইকেল নিয়ে হাজির হলে কেয়া তার দিকে তেড়ে যান এবং অদ্ভুত আচরণ করতে থাকেন। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে জোভান মজা করে লেখেন, ‘ছেমরি পাগল নাকি? আমারে কয় খাইয়া লাইবো!’
ভিডিওটি প্রকাশের পর ভক্ত ও অনুরাগীদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। প্রথম দেখায় অনেকেই কেয়াকে চিনতে পারেননি বলে মন্তব্য করেন। তার অভিনয়ের প্রশংসা করে একজন লিখেছেন, ‘বাপ রে বাপ, কী মারাত্মক অভিনয়!’ আরেকজন মেকআপ নিয়ে মন্তব্য করেন, ‘মানিয়েছে, একদম পারফেক্ট মেকআপ।’ সব মিলিয়ে নেটিজেনরা তার একাগ্রতা ও সাহসিকতার প্রশংসা করেছেন।
মনে করা হচ্ছে, এটি একটি নতুন নাটকের শুটিংয়ের দৃশ্য, যদিও নাটকটির নাম এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। নাটকটিতে কেয়ার সহশিল্পী হিসেবে থাকছেন ফারহান আহমেদ জোভান।
এর আগেও এই জুটি একাধিক নাটকে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। গ্ল্যামার আর সাবলীল অভিনয়ের জন্য জনপ্রিয় হলেও চরিত্রের প্রয়োজনে এমন ব্যতিক্রম লুকে নিজের অভিনয়দক্ষতা আবারও প্রমাণ করলেন কেয়া পায়েল।