বিনোদন প্রতিবেদক : রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ অবলম্বনে নতুন সিনেমা নির্মাণ করছেন লিসা গাজী। এর আগে তিনি ‘বাড়ির নাম শাহানা’ নির্মাণ করে প্রশংসা কুড়িয়েছিলেন। এবার ‘শাস্তি’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, পরীমণি, আনান সিদ্দিকা ও অর্ক দাস।
ঢাকার জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার লাকির রহস্যময় মৃত্যুকে ঘিরে এগিয়েছে সিনেমার গল্প। এই মৃত্যু সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন সৃষ্টি করে। ধীরে ধীরে উন্মোচিত হয় একটি পরিবারের গোপন অন্ধকার, বিশ্বাসঘাতকতা ও নীরব লড়াইয়ের কাহিনি।
সিনেমাটিতে যুক্ত হয়েছেন তিন দেশের চারজন প্রযোজক। বাংলাদেশ থেকে আছেন লিসা গাজী ও আরিফুর রহমান, পাকিস্তান থেকে আবিদ আজিজ মার্চেন্ট এবং ভারত থেকে অপূর্বা বক্সী। গতকাল রাজধানীর এক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
প্রযোজক আরিফুর রহমান বলেন, “আমরা একসঙ্গে হচ্ছি কারণ সাউথ এশিয়ান স্টোরি এখন অনেক ভালো করছে। বাংলাদেশের সিনেমা বড় বড় উৎসবে যাচ্ছে। তবে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে জায়গা করে নিতে পারছে না। আমি কথা দিতে পারি, শাস্তি বাংলাদেশের প্রথম সিনেমা হবে, যেটি নেটফ্লিক্সে দেখা যাবে।”
পাকিস্তানের প্রযোজক আবিদ আজিজ মার্চেন্ট বলেন, “পরিচালক লিসা গাজীর প্রতি আমার আস্থা আছে। তাঁর ‘বাড়ির নাম শাহানা’ দেখে মুগ্ধ হয়েছিলাম। চিত্রনাট্য পড়ে মনে হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পের এই আধুনিক সংস্করণ শুধু ফেস্টিভ্যালে নয়, আন্তর্জাতিক প্ল্যাটফর্মেও সাড়া ফেলবে।”
চঞ্চল চৌধুরী বলেন, “গত ২০-২৫ বছরে বাংলাদেশের সিনেমা অনেকটা এগিয়েছে। জাতীয় থেকে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের বিচরণ গর্বের। রবীন্দ্রনাথের কোনো গল্পে আমার কাজ করা হয়নি। এ জায়গা থেকে এটি বড় সুযোগ। যদিও এটি অ্যাডাপটেশন, তবে গল্পটি সময়োপযোগী করে নির্মিত হচ্ছে।”
পরীমণি বলেন, “সারা জীবন মুখিয়ে ছিলাম রবীন্দ্রনাথের কোনো চরিত্রে কাজ করার জন্য। অবশেষে সে সুযোগ পেলাম। দর্শকদের কাছে দোয়া চাই, যেন আমরা ভালোভাবে কাজটি করতে পারি।”
নির্মাতা লিসা গাজী জানান, আগামী অক্টোবর ও নভেম্বরে সিনেমার শুটিং হবে। এর আগে সেপ্টেম্বর থেকে শিল্পীদের নিয়ে রিহার্সাল চলবে। এরপর সিনেমাটি বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে অংশ নেবে।