বিনোদন ডেস্ক : নেপালের মুস্তাং জেলার জমসম শহর—সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত এই নগরীকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা জমসমে তুষারে মোড়া পাহাড় আর নীল আকাশ মিলিয়ে সৃষ্টি করেছে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। বলিউডের বহু সিনেমার দৃশ্যায়ন হয়েছে এখানে। সম্প্রতি এই মনোরম শহরে মাইনাস ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ‘ও জান’ শিরোনামের মিউজিক্যাল ফিল্মের শুটিং করেছেন সুনেরাহ বিনতে কামাল ও ফররুখ আহমেদ রেহান।
গত বছর কোনাল ও নিলয়ের গাওয়া আলোচিত গান ‘ময়না’র ভিডিও জনপ্রিয় হওয়ার পর একই টিম নিয়ে তৈরি হয়েছে নতুন প্রজেক্ট ‘ও জান’। যথারীতি গানে কণ্ঠ দিয়েছেন কোনাল ও নিলয়, গান লিখেছেন আসিফ ইকবাল এবং ভিডিও নির্মাণ করছেন তানিম রহমান অংশু।
গানচিল মিউজিকের কর্ণধার ও গীতিকার আসিফ ইকবাল জানান, এটি একটি পিওর রোমান্টিক গান। এতে রয়েছে জেন-জি সময়ের নিটোল প্রেমের গল্প। যৌথভাবে সুর করেছেন ঢাকার আভ্রাল সাহির ও কলকাতার লিংকন, সংগীতায়োজন করেছেন আভ্রাল সাহির। এই মিউজিক্যাল ফিল্মে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন সুনেরাহ ও রেহান।
নির্মাতা তানিম রহমান অংশু বলেন, “‘ও জান’ গানটির কথা ও সুর যেমন মন ছুঁয়ে যাবে, তেমনি দৃশ্যায়নও দর্শকের চোখে আরাম দেবে। সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে জমসম শহরের তুষার, পাহাড় আর প্রেমকে একত্রিত করে নতুন অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করছি। বাংলাদেশ, ভারত ও নেপালের যৌথ উদ্যোগে এই প্রজেক্টে কাজ হয়েছে। ভারতের সিনেমাটোগ্রাফার ও কোরিওগ্রাফার, নেপালের লোকেশন ম্যানেজার এবং বাংলাদেশের পরিচালক ও কো-প্রডিউসার একসঙ্গে কাজ করেছেন। আশা করছি সবার এই প্রচেষ্টা সফল হবে।”
শুটিংয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে সুনেরাহ বলেন, “হিমালয়কন্যা নেপাল এমনিতেই অসাধারণ সুন্দর। তার মধ্যে জমসম যেন আরও অদ্ভুত এক সৌন্দর্যের নাম। প্রতিটি দৃশ্য যেন শিল্পীর হাতে আঁকা। তবে মাইনাস ৮ ডিগ্রিতে শুটিং মোটেও সহজ ছিল না। সব মিলিয়ে কাজটি আজীবনের স্মৃতি হয়ে থাকবে। শুধু গান নয়, মনোরম লোকেশনসহ পুরো ভিডিওটি দর্শকের ভালো লাগবে। মনে হবে কোনো সিনেমার বিশাল ক্যানভাসের গান দেখছি।”
অভিনেতা ফররুখ আহমেদ রেহান বলেন, “গানটির কথার সঙ্গে দৃশ্যায়নের যে মেলবন্ধন তৈরি হয়েছে, তা সচরাচর মিউজিক ভিডিওতে দেখা যায় না। ‘ও জান’ দেখলে দর্শক-শ্রোতারা গান উপভোগের পাশাপাশি নেপালের মনকাড়া সৌন্দর্যও উপভোগ করতে পারবেন। শুটিংয়ের সময় ঠান্ডাজনিত তিক্ত অভিজ্ঞতা ছিল। তবে সব মিলিয়ে দারুণ একটি কাজ দর্শকদের উপহার দিতে পারছি বলে ভালো লাগছে।”
আগামী ৩০ জানুয়ারি গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে ‘ও জান’ শিরোনামের এই মিউজিক্যাল ফিল্ম।