শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১০ শাবান, ১৪৪৭ হিজরি

স্পেনের রাজা-রানির ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শন

আন্তর্জাতিক ডেস্ক : স্পেনের রাজা ফিলিপ ষষ্ঠ ও রানি লেতিসিয়া গতকাল মঙ্গলবার দেশটির ভয়াবহ ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সপ্তাহান্তে দুটি দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ৪২ জন নিহত হয়। মর্মান্তিক এ ঘটনায় রাষ্ট্রীয় শোক পালন করছে দেশটি। খবর বার্তা সংস্থা এএফপি’র।

গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে এটিই স্পেনের সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনা। গত রোববার গভীর রাতে মালাগা থেকে মাদ্রিদগামী রেল কোম্পানি ইরিও পরিচালিত একটি ট্রেন দক্ষিণ আন্দালুসিয়া অঞ্চলের আদমুজের কাছে লাইনচ্যুত হয়। ওই ট্রেনটি দক্ষিণাঞ্চলীয় শহর হুয়েলভা অভিমুখী আসতে থাকা আরেকটি ট্রেনের সঙ্গে প্রচণ্ড সংঘর্ষে লাইনচ্যুত হয়।

আন্দালুসিয়ার আঞ্চলিক সরকার জানিয়েছে, ধ্বংসস্তূপের মধ্যে আরও একটি মরদেহ উদ্ধার হওয়ায় মঙ্গলবার গভীর রাত পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ জনে। দুর্ঘটনায় আহত হয়েছেন ১২০ জনেরও বেশি মানুষ। এর মধ্যে ৩৭ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন, যাদের মধ্যে চার শিশু রয়েছে।

রাজা ও রানি দুর্ঘটনাস্থলে জরুরি সেবাকর্মীদের সঙ্গে করমর্দন করেন। সেখানে ৫০০ জনেরও বেশি যাত্রী বহনকারী দুইটি ট্রেনের দুমড়ে-মুচড়ে যাওয়া ধ্বংসাবশেষ পড়ে আছে। এরপর তারা নিকটবর্তী কর্ডোবা শহরের একটি হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন। হাসপাতাল থেকে বেরিয়ে আসার পর রাজা ক্ষতিগ্রস্তদের প্রতি ভালোবাসা ও সহানুভূতি প্রকাশ করেন।

দুর্ঘটনায় পা ভেঙে যাওয়া পর্তুগিজ নাগরিক সান্তিয়াগো সালভাদোর সাংবাদিকদের বলেন, তিনি বেঁচে থাকতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন।

স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে জানিয়েছেন, রেলের ভাঙা অংশটি দুর্ঘটনার কারণ নাকি দুর্ঘটনার ফলেই ভেঙেছে, তা নিয়ে তদন্ত চলছে।