নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আবিদুর রহিম (১২) দীর্ঘ ছয় মাস চিকিৎসা ও টানা ৩৬ বার অস্ত্রোপচারের পর অবশেষে বাড়ি ফিরেছে। বর্তমানে সে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন।
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের মোয়াকোলা পূর্বপাড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে আবিদ পরিবারের সঙ্গে ঢাকার উত্তরায় বসবাস করে। তার বড় বোন রাইসা (১৩) মাইলস্টোন স্কুলে অষ্টম শ্রেণিতে এবং আবিদ পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করছে। দুর্ঘটনায় আবিদের দুই হাত, মুখ ও শরীরের বিভিন্ন অংশসহ প্রায় ২৫ ভাগ দগ্ধ হয়। এ ছাড়া তার শ্বাসনালীও গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।
উল্লেখ্য, গত ২১ জুলাই দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতলা ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ভয়াবহ ওই দুর্ঘটনায় ৩৬ জন নিহত এবং ১২৪ জন আহত হন। তদন্ত কমিটি দুর্ঘটনার কারণ হিসেবে যুদ্ধবিমানের পাইলটের উড্ডয়ন-ত্রুটি চিহ্নিত করেছে।