খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে শিশুবরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কনিকা খীসা।
প্রধান অতিথির বক্তব্যে কনিকা খীসা বলেন, শিশুদের আনন্দঘন পরিবেশে বিদ্যালয়ের সঙ্গে সম্পৃক্ত করাই প্রাথমিক শিক্ষার অন্যতম লক্ষ্য। শিশুবরণ ও পিঠা উৎসবের মতো আয়োজন শিক্ষার্থীদের স্কুলমুখী করে এবং তাদের মানসিক ও সৃজনশীল বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে এসব আয়োজন শিশুদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হতে সহায়তা করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিশুবরণ এবং পিঠা উৎসব আয়োজন কমিটির সভাপতি একেএম বদিউজ্জামান বলেন, শিক্ষার্থীদের নানান ধরনের পিঠার স্বাদ ও বাঙালির ঐতিহ্যের সঙ্গে পরিচিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, শ্রেণিভিত্তিক শিক্ষার্থীদের অভিভাবকদের সহযোগিতায় এই উৎসব আয়োজন করা হয়েছে, যা বিদ্যালয় ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করেছে।
বিদ্যালয়ের শিক্ষিকা শাহাজাদী বেগম বলেন, বর্তমানে শিশুরা ফাস্টফুড ও বাইরের খাবারের প্রতি বেশি ঝুঁকছে। তাদের ঘরে তৈরি খাবারের স্বাদ ও পুষ্টিগুণের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন করা হয়েছে। এতে শিশুরা আনন্দের সঙ্গে স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস সম্পর্কে ধারণা পাচ্ছে।
উপজেলা প্রাথমিক ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর মোহাম্মদ মাইনুদ্দিন বলেন, শিশুবরণ ও পিঠা উৎসব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে। এ ধরনের আয়োজন শিশুদের মধ্যে বিদ্যালয়ের প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক বিকাশে সহায়ক ভূমিকা রাখে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন ধরনের পিঠা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।