লক্ষ্মীপুর প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে বিক্ষোভ মিছিলটি রায়পুর পৌরসভা কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাস টার্মিনাল এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি সাইফ রাকিব। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি আরমান হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অর্থ সম্পাদক রাশেদ হোসাইন, জেলা সাহিত্য সম্পাদক হযরত আলী, রায়পুর শহর শিবিরের সভাপতি মো. নুরনবী ও কলেজ সভাপতি নাঈম। এ সময় উপজেলা ও শহর শিবিরের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
বক্তারা অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে শাকসু নির্বাচন স্থগিত করে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে। নির্বাচনে পরাজয়ের আশঙ্কা থেকেই একটি পক্ষ মব সৃষ্টি করে আদালতের মাধ্যমে স্থগিতাদেশ আদায় করেছে বলে দাবি করেন তারা।
তারা বলেন, শাকসু নির্বাচন স্থগিতের এই সিদ্ধান্ত গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী। অবিলম্বে স্থগিতাদেশ প্রত্যাহার করে নির্ধারিত সময়ের মধ্যেই সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে।
বিক্ষোভ চলাকালে নেতাকর্মীরা “হারার ভয়ে খেলে না, সে কথা তো বলে না”, “মব করে শাকসু, বন্ধ করা যাবে না”সহ শাকসু নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
প্রসঙ্গত, ভোট গ্রহণের মাত্র একদিন আগে উচ্চ আদালতের রায়ে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিত হয়। ভোট শুরুর প্রায় ২০ ঘণ্টা আগে আদালতের এমন রায়ে পুরো নির্বাচন প্রক্রিয়া পণ্ড হয়ে যায়।
এর আগে গত ১৮ জানুয়ারি তিন শিক্ষার্থী বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দাখিল করেন। রিট আবেদনে ১৫ জানুয়ারি বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা-২ অধিশাখার উপ-সচিবের স্বাক্ষরে জারি করা একটি চিঠির বৈধতা চ্যালেঞ্জ করা হয়। রিটের শুনানি শেষে আদালত শাবিপ্রবির শাকসু ও হল সংসদ নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করার আদেশ দেন।