টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি বলেছেন, গাজীপুর-২ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী না থাকলেও তাদেরকে দুর্বল ভাবলে চলবে না। একটি দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে মা-বোনদের বিভ্রান্ত করছে। তাদের কাছে গিয়ে বুঝাতে হবে যে, মহান আল্লাহ তা’য়ালা জান্নাতের মালিক, কোনো টিকেট বিক্রেতা নয়।
তিনি বলেন, ধানের শীষকে বিজয়ী করতে পারলে একমাত্র দেশের উন্নয়ন সম্ভব। আমাদের নেতা তারেক রহমানের হাতেই আগামীর বাংলাদেশ নিরাপদ। আমাদের নেতা যে পরিকল্পনা হাতে নিয়েছেন নারীদেরকে সাবলম্বী করার জন্য কার্ড, বেকারদের জন্য বেকার ভাতা, তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থানের পরিকল্পনা করেছেন।
তাই আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে সবাইকে কাজ করতে হবে।
শুক্রবার বিকেলে টঙ্গী সরকারি কলেজ মাঠে পশ্চিম থানা বিএনপি আয়োজিত ধানের শীষের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কেন্দ্রীয় শ্রমিকদলের কার্যকরি সভাপতি সালাহউদ্দিন সরকারের সভাপতিত্বে ও টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির আহমেদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুল, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মীর হালিমুজ্জামান ননী, সাবেক সহ-সভাপতি এডভোকেট ড. শহিদুজ্জামান, সাবেক সহ-সভাপতি আহমেদ আলী রুশদী, এডভোকেট সিদ্দিকুর রহমান, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, সাবেক যুগ্ম-আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, মাহাবুবুল আলম শুক্কুর, আরিফ হোসেন হাওলাদার, সরাফত হোসেন, আব্দুর রহিম খান কালা, আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
এম. মঞ্জুরুল করিম রনি বলেন, গাজীপুর-২ আসনের নাগরিকদের আশা-আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই।
তিনি আরও বলেন, টঙ্গী একটি শিল্পাঞ্চল হওয়া সত্ত্বেও এখানে মহাসড়কে যানজট, জলাবদ্ধতা, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং শ্রমজীবি মানুষের মানুষের সুযোগ-সুবিধার অভাব রয়েছে।