শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১০ শাবান, ১৪৪৭ হিজরি

দুর্নীতি রোধে কঠোর অবস্থান নেবে বিএনপি : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যত পরিকল্পনা গ্রহণ করা হোক না কেন, সেগুলো বাস্তবায়নের জন্য দুটি বিষয়ে কঠোর নজরদারি প্রয়োজন। একটি হলো মানুষের নিরাপত্তা, যাতে তারা নিরাপদে চলাচল করতে পারে। অতীতে বিএনপি ক্ষমতায় থাকাকালে কেউ অন্যায় করলে ছাড় দেওয়া হয়নি।

রোববার (২৫ জানুয়ারি) দুপুর ১টার দিকে চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে তিনি বলেন, আগামীতে সরকারে গেলে আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো দুর্নীতি। বিএনপি দুর্নীতির টুটি চেপে ধরবে। অতীতে বেগম খালেদা জিয়া দুর্নীতি দমন করতে সক্ষম হয়েছিলেন। তাই ভবিষ্যতে দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

তারেক রহমান সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশে বলেন, আগামীতে বিএনপির ওপর আস্থা রাখুন, ধানের শীষে ভোট দিন। এবার ভোটের আগে তাহাজ্জুদের নামাজ পড়ে কেন্দ্রে যান, ফজরের নামাজ শেষে লাইনে দাঁড়িয়ে ভোট দিন। গত ১৫ বছর রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। আবারও ষড়যন্ত্র চলছে। তাই এবার ধানের শীষে ভোট দিতে হবে।

তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী দলের সমালোচনা করে মানুষের কোনো উপকার হবে না। বিএনপি একমাত্র দল যারা ক্ষমতায় গিয়ে মানুষের জন্য কাজ করেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে উৎপাদন বাড়াতে হবে। এজন্য কৃষকের কাছে কৃষক কার্ড পৌঁছে দেওয়া হবে, যাতে তারা বিভিন্ন সুযোগ-সুবিধা পান।

চট্টগ্রামের সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, জলাবদ্ধতা একটি বড় সমস্যা। খাল-নালা বন্ধ হয়ে যাওয়ার কারণে এ সমস্যা তৈরি হয়েছে। তাই খাল কাটার কর্মসূচি নেওয়া হবে। তিনি জনতাকে প্রশ্ন করেন, “আপনারা কি আমাদের সঙ্গে খাল কাটা কর্মসূচিতে যোগ দিতে চান?”

তিনি আরও বলেন, চট্টগ্রামে একাধিক ইপিজেড রয়েছে, যেখানে লাখ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এগুলো বিএনপির আমলে হয়েছিল। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনলে আরও ইপিজেড করা হবে। সব মিলিয়ে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলা হবে।