নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (বিআরটিসি) প্রতিটি বাস থেকে কালো ধোঁয়া বের হয় বলে চ্যালেঞ্জ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) তেজগাঁওয়ের বিআরটিসি প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিআরটিএ আয়োজিত পেশাজীবী পরিবহন গাড়িচালক ও শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি এবং শব্দদূষণ বিষয়ে সচেতনতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা উপস্থিত ছিলেন।
পরিবেশ উপদেষ্টা বলেন, “একটা কাজের কথা একটু মন খারাপ করে বলি। বিআরটিসির যত বাস আছে, সবকটা বাস থেকে কালো ধোঁয়া বের হয়। সবকটা বাস আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম। প্রতিটা বাস থেকে কালো ধোঁয়া বের হয়। এইগুলো কি আমরা নিয়ন্ত্রণ করতে পারতাম না?”
তিনি আক্ষেপ করে জানান, দীর্ঘ ১০ মাস ধরে স্ক্র্যাপ পলিসি বাস্তবায়নের জন্য বারবার যোগাযোগ করা হলেও তা এখনও চূড়ান্ত হয়নি। গত বছরের ২৮ অক্টোবর এ নীতিমালা চূড়ান্ত হওয়ার কথা থাকলেও তা হয়নি। তার মতে, দূষণকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে পরিবেশ রক্ষা সম্ভব নয়।
সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, প্রতিটি বাস থেকে কালো ধোঁয়া নির্গত হচ্ছে। এগুলো মেইনটেন্যান্সে পাঠানো জরুরি। বিআরটিএ’র বড় দায়িত্ব রয়েছে এ ক্ষেত্রে। পুরোনো বাসগুলোকে অবিলম্বে সরিয়ে দিতে না হলেও অন্তত নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে হবে। তিনি প্রশ্ন তোলেন, “৫৪ বছর হয়ে গেছে, আরও কত সময় লাগবে? আর সময় লাগার কোনো কারণ নেই।”
চালকদের দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে তাদের জানাতে হবে কীভাবে দায়িত্বশীলভাবে গাড়ি চালাতে হয়। হর্ন বাজানো বন্ধ করলে গাড়ির গতি কমবে, দুর্ঘটনাও কমে যাবে। অযথা হর্ন বাজানো মানুষের কষ্ট বাড়ায়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুর রহিম বক্স দুদু এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম।