খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি আসনে বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়া বলেছেন, জনগণ সিন্ধান্ত নিয়েছে আগামীতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করবে।
তিনি শুক্রবার দুপুরে খাগড়াছড়ি শহরের “বৈঠকে” সহস্রাধিক বর্তমান ও সাবেক জনপ্রতিনিধি ও পাহাড়ি নেতৃবৃন্দের বিএনপিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সাবেক পৌর কাউন্সিলর আব্দুর রব রাজার সঞ্চলনায় বিভিন্ন উপজেলা চেয়ারম্যান ও ৩৮ ইউনিয়ন থেকে আসা সাবেক ইউপি সদস্য ও চেয়ারম্যানরা বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় ওয়াদুদ ভূইয়া বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে। তিনি বলেন, সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিদের অভিজ্ঞতা এবং জনগণের প্রত্যাশা জানার লক্ষ্যেই এই মতবিনিময় আয়োজন করা হয়েছে। খাগড়াছড়ির উন্নয়ন, শান্তি ও সহাবস্থানের রাজনীতি জোরদারে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।”
এসময় খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা, উল্লাস ত্রিপুরাসহ সহস্রাধিক সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি ও পাহাড়ি নেতৃবৃন্দ বিএনপিতে যোগ দেন।
ওয়াদুদ ভূইয়া দলে নবাগতদের স্বাগত জানিয়ে বলেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে প্রধান কাজ হবে পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা। বিএনপির চেয়ারম্যান তারেক রহমার দেশের মাটিতে পা রেখে বলেছেন, পাহাড় ও সমতল নিয়ে হবে আগামীর বিএনপির রাজনীতি।