শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১০ শাবান, ১৪৪৭ হিজরি

শীতে থাইরয়েড রোগীদের করণীয় ও সতর্কতা

ডা. মো. মাজহারুল হক তানিম : থাইরয়েড হরমোন আমাদের গলার সামনে অবস্থিত থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয়। এটি শরীরের প্রতিটি অংশে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন কার্যক্রম নিয়ন্ত্রণ করে।

হাইপোথাইরয়েডিজমের লক্ষণ

  • ওজন বেড়ে যাওয়া
  • ঘুম কম হওয়া
  • শীত শীত ভাব
  • সন্তান ধারণে সমস্যা
  • বিষণ্নতা

শীতকালীন সবজি খাওয়ায় সতর্কতা

কাবেজ জাতীয় সবজি—যেমন ফুলকপি, বাঁধাকপি ও লেটুসপাতায় থাকে গয়ট্রোজেন নামক উপাদান, যা থাইরয়েড হরমোন তৈরিতে বাধা দেয়। তাই হাইপোথাইরয়েড রোগীদের এসব সবজি কাঁচা অবস্থায় খাওয়া উচিত নয়। তবে রান্না করে অল্প পরিমাণে খাওয়া যেতে পারে।

শীতকালে থাইরয়েড রোগীদের হরমোনের চাহিদা বেড়ে যায়। ফলে দুর্বলতা, ঠান্ডা অনুভূতি এবং কাজের গতি কমে যেতে পারে।

শীতকালে করণীয়

  • গরম কাপড় ব্যবহার করুন: জ্যাকেট, কম্বল ইত্যাদি ব্যবহার করতে হবে। স্যুপ ও চায়ের মতো গরম খাবার বেশি গ্রহণ করুন।
  • ভিটামিন ‘ডি’ বাড়ান: সকাল ৯ থেকে ১০টার মধ্যে রোদে থাকার চেষ্টা করুন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে ভিটামিন ‘ডি’ সাপ্লিমেন্ট গ্রহণ করুন।
  • খাদ্যাভ্যাস: পর্যাপ্ত পানি পান করুন। ভিটামিন ‘সি’ ও ‘বি’ সমৃদ্ধ এবং প্রোটিনযুক্ত খাবার বেশি খান। প্রক্রিয়াজাত খাবার কম খান।
  • মন নিয়ন্ত্রণ: থাইরয়েড রোগীদের মুড সুইং সাধারণ বিষয়। তাই মন নিয়ন্ত্রণে রাখুন, প্রফুল্ল থাকুন, কর্মঠ হোন এবং দুশ্চিন্তা দূর করুন। প্রয়োজনে লাইট থেরাপি নিতে পারেন।

ত্বকের যত্ন

থাইরয়েড রোগীদের ত্বক সাধারণত শুষ্ক থাকে। শীতে তা আরও শুষ্ক হয়ে ওঠে। তাই গোসলের পর নিয়মিত ময়শ্চারাইজার, লোশন বা ক্রিম ব্যবহার করুন। ত্বকে চুলকানি বা র‍্যাশ দেখা দিলে চর্ম ও যৌন বিশেষজ্ঞের পরামর্শ নিন।

নিয়মিত ফলোআপ

প্রতি ৩ থেকে ৬ মাস পর হরমোন পরীক্ষা ও এন্ডোক্রাইনোলজিস্টের পরামর্শ নিতে হবে। চিকিৎসকের নির্দেশ ছাড়া ওষুধের মাত্রা কমানো বা বাড়ানো যাবে না।

ডা. মো. মাজহারুল হক তানিম, এন্ডোক্রাইনোলজিস্ট, ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল, কাকরাইল, ঢাকা।