নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে স্বাগত জানাতে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন সড়কে ভিড় জমিয়েছেন দলের হাজার হাজার নেতাকর্মী। তাদের হাতে ছিল জাতীয় ও দলীয় পতাকা, টুপি-ক্যাপ এবং ধানের শীষের প্রতীক।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সকাল সোয়া ১০টার দিকে দেখা যায়, বিমানবন্দর থেকে খিলক্ষেত অভিমুখের পুরো সড়কজুড়ে বিপুলসংখ্যক নেতাকর্মী অবস্থান নিয়েছেন। তারা প্লাকার্ড, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে তারেক রহমানের প্রত্যাবর্তনকে জাতির জন্য নতুন আশার বার্তা হিসেবে উল্লেখ করছেন। অনেকেই দলীয় রঙের পোশাক পরে উল্লাসে মেতে ওঠেন এবং জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। তবে নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থানের কারণে মূল সড়কে অবস্থান নিতে না পেরে ফুটপাত ও আশপাশের খালি জায়গায় তারা অবস্থান করেন।
এদিকে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা পুরো এলাকায় নিরাপত্তা বলয় গড়ে তুলেছেন। প্রতিটি পয়েন্টে তাদের অবস্থান নিশ্চিত করা হয়েছে। তারেক রহমানের ফেরাকে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
অন্যদিকে, যুক্তরাজ্যের লন্ডন থেকে সিলেট এসে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তাকে বহনকারী উড়োজাহাজটি বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যাত্রাবিরতি শেষে উড়োজাহাজটি সিলেট থেকে রওনা হয়ে দুপুর পৌনে ১২টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।