নিজস্ব প্রতিবেদক : গুলশানের ১৯৬ নম্বর বাসায় পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে ইমিগ্রেশন প্রক্রিয়া সেরে এবং পরিবার ও দলীয় নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে বাসার উদ্দেশে রওনা হন তারা। এ সময় জুবাইদা রহমানের মা সৈয়দা ইকবাল মান্দ বানুও তাদের সঙ্গে ছিলেন।