ক্রীড়া প্রতিবেদক : গত বছরের বিপিএলে পারিশ্রমিক নিয়ে তুমুল বিতর্কের পর এবারের আসর নিয়ে শুরু থেকেই শঙ্কা ছিল। সেই শঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হলো। বিপিএল শুরুর মাত্র ২৪ ঘণ্টা আগে মালিকানা ছাড়ার ঘোষণা দিলো চট্টগ্রাম রয়্যালসের ফ্র্যাঞ্চাইজি।
বৃহস্পতিবার সকালে বিসিবির কাছে পাঠানো এক চিঠিতে চট্টগ্রাম রয়্যালসের মালিক আবদুল কাইয়ুম জানান, তারা দলটি পরিচালনায় অপারগ। ঠিক এক ঘণ্টা আগে পাঠানো ওই চিঠিতে উল্লেখ করা হয়, “আমরা চট্টগ্রামের টিমটি চালাতে অপারগ।” ফলে উদ্ভূত পরিস্থিতিতে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এনসিপি গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান মিঠু বলেন, “চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির দাবি, তাদের বিরুদ্ধে কিছু প্রোপাগান্ডা চলছে। অর্থনৈতিক অস্বচ্ছতার অভিযোগের কারণে তারা কাঙ্ক্ষিত মানের কোনো স্পন্সর পাচ্ছে না। এ অবস্থায় বাধ্য হয়ে তারা বোর্ডকে জানিয়েছে, দল চালানো সম্ভব নয়।”
টুর্নামেন্ট একেবারে দ্বারপ্রান্তে এসে পড়ায় ফরম্যাট, ফিক্সচার ও খেলোয়াড় তালিকা চূড়ান্ত হয়ে গেছে। তাই কোনো দল বাদ দেওয়ার সুযোগ নেই। ইফতেখার রহমান মিঠু জানান, “চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি বাদ দেওয়া সম্ভব নয়। এ কারণে বিসিবি তাৎক্ষণিকভাবে মালিকানা গ্রহণ করেছে।”
পরবর্তীতে বিসিবি ট্রায়াঙ্গুল সার্ভিসেস নামে একটি প্রতিষ্ঠানকে চট্টগ্রাম রয়্যালসের দায়িত্ব দেয়। শুরু থেকেই নেতিবাচক কারণে আলোচনায় থাকা দলটির বিদেশি ক্রিকেটাররাও পারিশ্রমিক না পাওয়ায় আসতে অনাগ্রহী। ব্যাংক গ্যারান্টির পুরো অর্থও জমা দেয়নি ফ্র্যাঞ্চাইজিটি। নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগে ক্রিকেটারদের ২৫ শতাংশ পারিশ্রমিক দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি।
আগামীকাল দুপুরে সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিপিএল। সন্ধ্যায় চট্টগ্রাম রয়্যালস মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেস।