ভিড় ঠেলে এগিয়ে চলেছে তারেক রহমানের গাড়ি
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনা মঞ্চের খুব কাছাকাছি পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অল্প সময়ের মধ্যে তিনি মঞ্চে উঠবেন বলে জানা গেছে। তবে নেতাকর্মীদের উপচেপড়া ভিড়ের কারণে তার গাড়ি মঞ্চের সামনে পৌঁছাতে কিছুটা বিলম্ব হচ্ছে।
তারেক রহমান মঞ্চের কাছাকাছি পৌঁছানোয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা আরও বেড়ে গেছে। চারদিক থেকে ভেসে আসছে স্লোগান— “তারেক রহমান বীরের বেশে, আসছে ফিরে বাংলাদেশে”, “তারেক রহমানের সংগ্রাম, চলছে চলবে” ইত্যাদি।
উপস্থিত নেতাকর্মীদের উচ্ছ্বাসে পুরো এলাকা উত্তাল হয়ে উঠেছে। মঞ্চে তারেক রহমানের আগমনকে ঘিরে জনসমাগমে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।