শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১০ শাবান, ১৪৪৭ হিজরি

ঢাকা ক্যাপিটালসের কোচ জাকির মৃত্যুতে শোকাচ্ছন্ন বিপিএল

ক্রীড়া প্রতিবেদক : বিপিএল উৎসবের মাঝেই নেমে এসেছে বিষাদের ছায়া। ঢাকা ক্যাপিটালসের প্রথম ম্যাচের আগমুহূর্তে গুরুতর অসুস্থ হয়ে পড়েন দলটির সহকারী কোচ মাহবুব আলী জাকি। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক।

শনিবার (২৭ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে রাজশাহীর বিপক্ষে মাঠে নামে ঢাকা ক্যাপিটালস। টসে জিতে অধিনায়ক মোহাম্মদ মিঠুন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। এর কিছুক্ষণ পরই আসে জাকির অসুস্থতার খবর।

হার্ট অ্যাটাক করলে মাঠেই তাঁকে সিপিআর দেওয়া হয়। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও আর বাঁচানো যায়নি এই অভিজ্ঞ কোচকে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর।

বিপিএল সামনে রেখে সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন জাকি। তখন তাঁকে বেশ সাবলীলভাবে কথা বলতে দেখা যায়। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমেছে দেশের ক্রিকেটে, শোকাবহ পরিবেশ বিরাজ করছে বিপিএলেও। উৎসবমুখর বিপিএল যেন মুহূর্তেই বিষাদে রূপ নিয়েছে।

দীর্ঘ সময় ধরে বিসিবির সঙ্গে কাজ করেছেন জাকি। ২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ শিরোপা জয়ের গৌরব অর্জন করে। সে দলের কোচিং প্যানেলে ছিলেন তিনি। ২০২৪ সালে জাতীয় দলের পেস বোলিং কোচ হওয়ার জন্য ইন্টারভিউও দিয়েছিলেন। দেশের অনেক নামকরা পেসারকে পরিচর্যা করেছেন তিনি। তাঁদের মধ্যে অন্যতম মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

বিশেষ করে তাসকিনের ক্যারিয়ারে জাকির অবদান অনন্য। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে তাসকিনের বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করে আইসিসি। এরপর জাকির সঙ্গে আলাদাভাবে কাজ করে তাসকিন পুনরায় বৈধতা পান। তাসকিন, মোস্তাফিজ ছাড়াও আরও অনেক পেসারের সাফল্যের পেছনে ছিলেন এই নিবেদিতপ্রাণ কোচ।

মাহবুব আলী জাকির মৃত্যুতে দেশের ক্রিকেটে শোকের আবহ বিরাজ করছে। বিপিএলের আনন্দঘন পরিবেশ মুহূর্তেই শোকাবহ হয়ে উঠেছে।