ডা. জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমান।
নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান ভোটার হয়েছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টা ২৬ মিনিটে মা ডা. জুবাইদা রহমানের সঙ্গে তিনি নির্বাচন প্রশিক্ষণ ভবনে প্রবেশ করেন। সেখান থেকে ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করে দুপুর ১২টা ৪৫ মিনিটে তারা বের হয়ে যান বলে নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানিয়েছে।
এর আগে গত ২৩ জুন জাতীয় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন ডা. জুবাইদা রহমান। তখন তার ভোটার নিবন্ধন সম্পন্ন হয় এবং তিনি স্মার্ট জাতীয় পরিচয়পত্রও (স্মার্টকার্ড) পেয়েছেন।
এদিকে এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর সাংবাদিকদের জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এনআইডি পাওয়ার জন্য অনলাইনে আবেদন করেছেন। ভোটার নিবন্ধন সম্পন্ন হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তিনি এনআইডি পাবেন।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে গত ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে সপরিবারে বাংলাদেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার পর থেকেই তিনি রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন।