শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১০ শাবান, ১৪৪৭ হিজরি

বনানীতে কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান

বিশিষ্ট ক্রীড়া সংগঠক প্রয়াত আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানী কবরস্থানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রয়াত ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন। কোকো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে।

শনিবার (২৭ ডিসেম্বর) কবর জিয়ারতের সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন দলের কেন্দ্রীয় নেতারা। এ সময় তারা পবিত্র কোরআন তিলাওয়াত ও মোনাজাত করেন।

উল্লেখ্য, আরাফাত রহমান কোকো ১৯৬৯ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। ২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুরে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী ও দুই মেয়ে-জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে রেখে যান।

২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন আরাফাত রহমান কোকো। দেশের ক্রীড়া অঙ্গনে তার অবদান ছিল উল্লেখযোগ্য।