শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১০ শাবান, ১৪৪৭ হিজরি

সোনার ভরি ছাড়াল দুই লাখ ২৭ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক : দেশের বাজারে টানা সপ্তমবারের মতো বেড়ে নতুন রেকর্ড গড়েছে সোনার দাম। এবার ভরিতে এক হাজার ৫৭৪ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ফলে এখন থেকে প্রতি ভরি (২২ ক্যারেট) সোনা বিক্রি হবে দুই লাখ ২৭ হাজার ৮৫৬ টাকায়। আগামীকাল রবিবার থেকে সারা দেশে সোনার এ নতুন দর কার্যকর হবে।

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বৃদ্ধির এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার মূল্য বৃদ্ধি পাওয়ায় দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী- ২১ ক্যারেটের এক ভরি সোনা: দুই লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনা: এক লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা, সনাতন পদ্ধতির এক ভরি সোনা: এক লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা।

এদিকে রুপার দামও বেড়ে নতুন রেকর্ড করেছে। ২২ ক্যারেটের এক ভরি রুপা ৬ হাজার ৬৫ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপা ৫ হাজার ৫৭৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপা ৪ হাজার ৯৫৭ টাকা।

অন্যদিকে, সনাতন পদ্ধতির এক ভরি রুপা ৩ হাজার ৭৩২ টাকা

বাজুস জানিয়েছে, সোনার দাম বৃদ্ধির এ ধারাবাহিকতা আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারণ করা হয়েছে। নতুন এ মূল্য কার্যকর হলে দেশের বাজারে সোনার বেচাকেনায় আরও স্বচ্ছতা আসবে বলে আশা করা হচ্ছে।