নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতা বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, আলোচনা চলমান রয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে ঢাকার সিএমএম আদালতে দুটি মামলায় জামিন নিতে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
জামায়াতের সঙ্গে জোটের গুঞ্জনকে কেন্দ্র করে দলের কিছু নেতাকর্মীর পদত্যাগ প্রসঙ্গে আখতার হোসেন বলেন, “কয়েকজনের পদত্যাগে দলের কোনও প্রভাব পড়বে না। যা কিছু হচ্ছে, তা গণতান্ত্রিক পদ্ধতিতেই হচ্ছে।”
তিনি আরও বলেন, ঐকমত্য কমিশনের মাধ্যমেই জামায়াতের সঙ্গে বহু বিষয়ে সমঝোতার কথা হয়েছে। তবে আসন সমঝোতা নিয়ে আলোচনা এখনও শেষ হয়নি।
এর আগে, সকালে আদালতে হাজির হন আখতার হোসেন। পরে আওয়ামী লীগ সরকারের সময় দায়ের করা দুটি মামলায় তাকে জামিন দেন আদালত।