শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১০ শাবান, ১৪৪৭ হিজরি

কুয়াশা কেটে ১৪ ঘণ্টা পর লঞ্চ চলাচল স্বাভাবিক

চাঁদপুর প্রতিনিধি : ঘন কুয়াশার কারণে দীর্ঘ ১৪ ঘণ্টা বন্ধ থাকার পর চাঁদপুর থেকে সব রুটে লঞ্চ চলাচল পুনরায় শুরু হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপপরিচালক (ট্রাফিক) বাবু লাল বৈদ্য বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তার ভিত্তিতে এবং নৌপথে দৃষ্টিসীমা কমে যাওয়ায় শনিবার বিকেল সাড়ে ৫টা থেকে নিরাপত্তার স্বার্থে চাঁদপুর থেকে রাজধানীর সদরঘাটসহ সারাদেশের নৌপথে লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। হঠাৎ করে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চাঁদপুর নৌ-ঘাটে আসা শতশত যাত্রী চরম ভোগান্তিতে পড়েন। অনেক যাত্রী ঘাটে এসে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও লঞ্চ না পেয়ে বাড়ি ফিরে যেতে বাধ্য হন।

বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপপরিচালক বাবু লাল বৈদ্য বলেন, “ঘন কুয়াশার কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরবর্তীতে কুয়াশার ঘনত্ব কমে আসায় এবং পরিস্থিতি অনুকূলে থাকায় আজ সকাল সাড়ে ৭টা থেকে চাঁদপুর-ঢাকা ও চাঁদপুর-নারায়ণগঞ্জসহ অভ্যন্তরীণ সব রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক করা হয়েছে।”

নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর সকাল থেকেই চাঁদপুর ঘাটে যাত্রীদের ভিড় বাড়তে থাকে। নির্ধারিত সময়ের ব্যবধানে লঞ্চগুলো গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ। তবে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় চালকদের বিশেষ সতর্কতা অবলম্বন করে নৌযান চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে।