শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১১ শাবান, ১৪৪৭ হিজরি

ভোটার নম্বর সংকটে বিপাকে তাসনিম জারা

মুক্তবাণী অনলাইন : এনসিপি থেকে সদ্য পদত্যাগকারী নেত্রী তাসনিম জারা স্বতন্ত্র প্রার্থী হওয়ার পথে বিপাকে পড়েছেন। নির্বাচনী আইন অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হতে হলে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে, বয়স কমপক্ষে ২৫ বছর হতে হবে, ভোটার তালিকায় নাম থাকতে হবে এবং নির্বাচনী এলাকার মোট ভোটারের অন্তত ১ শতাংশের স্বাক্ষর বা সমর্থন সংগ্রহ করতে হবে। এর সঙ্গে আয়কর রিটার্ন, সম্পদের বিবরণী, ছবি ও হলফনামা জমা দিতে হয়। তবে আগে সংসদ সদস্য নির্বাচিত হলে এই ১ শতাংশ স্বাক্ষরের বাধ্যবাধকতা থাকে না।

এই শর্ত পূরণের লক্ষ্যে তাসনিম জারা গতকাল থেকে খিলগাঁও এলাকায় ভোটারদের স্বাক্ষর সংগ্রহ শুরু করেছেন। কিন্তু আজ জানা গেছে তিনি বিপদে পড়েছেন। কারণ, ভোটারদের সিরিয়াল নম্বর প্রয়োজন হলেও তা পাওয়ার কোনো কার্যকর উপায় নেই।

ঢাকা-৯ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা জানান, ভোটার নম্বর সংগ্রহের পাঁচটি উপায় রয়েছে—এসএমএস, অনলাইন, ফোনকল, কিউআর কোড এবং অন্যান্য মাধ্যম। কিন্তু সবগুলো পথই কার্যকর নয়। তিনি বলেন, “ওয়েবসাইটের সার্ভার ডাউন। আমি স্বতন্ত্র প্রার্থী হব, এ ক্ষেত্রে ভোটার নম্বর লাগবে। কিন্তু ভোটার নম্বর পাওয়া যাচ্ছে না। একদম অসম্ভব করে রাখা হয়েছে। প্রত্যেকটা পথ বন্ধ করে রাখা হয়েছে।”

এদিকে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ হওয়ায় প্রয়োজনীয় ভোটার সিরিয়াল নম্বর পাওয়া যাবে কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।