শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১০ শাবান, ১৪৪৭ হিজরি

জকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

জবি প্রতিবেদক : জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন স্থগিতের ঘোষণা প্রত্যাখ্যান করে বিক্ষোভে নেমেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টার পর থেকেই তারা বিক্ষোভ শুরু করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত উপাচার্য ভবন ঘেরাও করে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।

এর আগে এক জরুরি সিন্ডিকেট সভায় জকসু নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

উল্লেখ্য, মঙ্গলবারই জকসুর ভোট গ্রহণের দিন নির্ধারিত ছিল।