শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১০ শাবান, ১৪৪৭ হিজরি

খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত জিয়াবাড়িতে শোকের ছায়া

বগুড়া প্রতিনিধি

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০৭ সালে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী ‘জিয়াবাড়ি’তে দলের স্থায়ী কমিটির বৈঠক করেছিলেন। তিনি এ বাড়িতে এলেই সাধারণ মানুষের খোঁজখবর নিতেন। তাঁর মৃত্যুতে সেখানে অপূরণীয় এক শূন্যতা তৈরি হয়েছে।

বগুড়া জেলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং নশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রোকন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জিয়াবাড়ী, শহীদ জিয়া গ্রাম হাসপাতাল ও বাগবাড়ী ফাজিল মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করা হচ্ছে। এ উপলক্ষে সাত দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।