শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১০ শাবান, ১৪৪৭ হিজরি

তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, শীতে বিপর্যস্ত জনজীবন

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : হিমালয়ের কাছাকাছি অবস্থান হওয়ায় কনকনে শীতে কাঁপছে দেশের উত্তরাঞ্চল পঞ্চগড় জেলা। এক সপ্তাহের বেশি সময় তাপমাত্রা বৃদ্ধির পর বৃহস্পতিবার হঠাৎই কমে গেছে এ জেলার তাপমাত্রা। নেমে গেছে ৯ ডিগ্রির ঘরে। ফলে প্রতিদিনই বাড়ছে শীতের প্রকোপ, বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৬টায় তেঁতুলিয়ায় ৯.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮-১০ কিলোমিটার।

এর আগের দিন বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৭ ডিগ্রি সেলসিয়াস। আর মঙ্গলবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১২.৪ ডিগ্রি সেলসিয়াস।

পঞ্চগড়ের আশপাশের জেলায় কয়েক দিন ধরে হিমালয়ের হিমেল বাতাসে শীতের তীব্রতা অব্যাহত রয়েছে। রাত ও সকালে গ্রামাঞ্চলের মানুষ শীত নিবারণে গরম কাপড় ব্যবহার করছেন। তবে হঠাৎ বেড়ে যাওয়া শীতের কারণে নিম্ন আয়ের মানুষগুলো চরম কষ্টে দিন কাটাচ্ছেন। দিনের বেলা রোদ দেখা মিললেও শীতের তীব্রতা কমছে না।

শীতের প্রকোপ বাড়ায় হাসপাতালগুলোর বহির্বিভাগে প্রতিদিন শীতজনিত রোগীর ভিড় দেখা যাচ্ছে। শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন। যারা গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন তাদেরই হাসপাতালে ভর্তি করা হচ্ছে।

তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ কালবেলা জানান, কয়েকদিন পর হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় তেঁতুলিয়ায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে। বৃহস্পতিবার সকাল ৬টায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। তিনি আরও বলেন, সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে।