নিজস্ব প্রতিবেদক : ইংরেজি নববর্ষ উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া শুভেচ্ছা বাণী প্রত্যাহার করেছে বিএনপি।
বুধবার মধ্যরাতে গণমাধ্যমে পাঠানো এক ইমেইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, ৩১ ডিসেম্বর সন্ধ্যার পর অনিচ্ছাকৃত ভুলের কারণে তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নববর্ষের বাণী গণমাধ্যমে পাঠানো হয়েছিল। তিনি বলেন, অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা দুঃখপ্রকাশ করছি। একই সঙ্গে সংবাদমাধ্যমকে বাণী দুটি প্রচার ও প্রকাশ না করার অনুরোধ জানানো হয়।
এদিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অন্তিম যাত্রায় দায়িত্ব পালনকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি ধন্যবাদ জানান।
পোস্টে তারেক রহমান লেখেন, “গতকাল আমার জীবনের এক গভীর শোকের মুহূর্তে আমি আমার মায়ের শেষ বিদায় দিতে পেরেছি। এটি এমন এক ঐতিহাসিক বিদায়, যা দেশের মানুষের জন্য যথাযথ শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে সম্পন্ন হয়েছে। আর সেটি সম্ভব হয়েছে যাদের যত্ন, দায়িত্ববোধ ও পেশাদারির কারণে; তাদের সবাইকে আমি অন্তরের গভীর থেকে ধন্যবাদ জানাই।”
তিনি উল্লেখ করেন, দেশনেত্রীর অন্তিম যাত্রায় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর কর্মকর্তা ও সদস্যরা দায়িত্ব পালন করেছেন। তারা শুধু শৃঙ্খলা বজায় রাখেননি, শোকময় পরিবেশেও মানবিকতার উদাহরণ দেখিয়েছেন।
তারেক রহমান আরও লেখেন, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল সদস্য—স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি, র্যাব এবং এপিবিএন—ধৈর্য, সততা ও দায়িত্ববোধের মাধ্যমে লাখো মানুষকে নিরাপদে একত্রিত হতে, শোক প্রকাশ করতে এবং শান্তিপূর্ণভাবে ফিরে যেতে সহায়তা করেছেন।
তিনি ডিজিএফআই, এনএসআই ও স্পেশাল ব্রাঞ্চের সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা জানান। তাদের সতর্কতা ও দায়িত্ববোধের কারণে দিনটি নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
পোস্টে তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও, ডিজি এসএসএফ, গৃহায়ণ ও গণপূর্ত, তথ্য ও সম্প্রচার, আইন, বিচার ও সংসদবিষয়ক, সংস্কৃতি ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও কর্মকর্তা-কর্মচারীদের অবদানও স্মরণ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তাদের প্রচেষ্টায় বিদেশি উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সরাসরি উপস্থিত হয়ে সমবেদনা জানিয়েছেন। সাংবাদিকদের প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন, যারা প্রতিকূল পরিস্থিতিতেও আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে জানাজা ও দাফনের খবর, ছবি ও ভিডিও বিশ্বব্যাপী পৌঁছে দিয়েছেন।
তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও তার মন্ত্রিসভার সদস্যদেরও ধন্যবাদ জানান। জাতীয় শোকের সময়ে তাদের উপস্থিতি ও সহায়তা পরিবারের জন্য অমূল্য সমর্থন হিসেবে উল্লেখ করেন তিনি।
তারেক রহমান লেখেন, “আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই; প্রতিষ্ঠান হিসেবে নয়, মানুষ হিসেবে। গভীর শোকের এই সময়ে আপনারা যে সহমর্মিতা, সম্মান এবং দায়িত্ববোধ দেখিয়েছেন, তা আমাদের হৃদয় স্পর্শ করেছে। আপনারা ছিলেন সেই শক্তি, যার কারণে আমাদের পরিবার এবং পুরো জাতি মর্যাদার সঙ্গে আমার মায়ের স্মৃতিকে সম্মান জানাতে পেরেছে, আলহামদুলিল্লাহ।”