নিজস্ব প্রতিবেদক : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে সাধারণ মানুষের প্রবেশের জন্য সমাধিস্থল উন্মুক্ত করা হয়।
সকাল থেকেই সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ওই এলাকায় ভিড় করেন। তবে সংস্কারকাজ চলমান থাকায় উদ্যান বন্ধ থাকায় বিজয় সরণি মোড়ে প্রবেশ মুখে ব্যারিকেডে অপেক্ষা করতে হয় অনেককে। সমাধিস্থলে যেতে না পেরে অনেকে সড়কে দাঁড়িয়ে দোয়া করেন।
জানা গেছে, সংস্কারকাজের কারণে ভেতরে প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। বর্তমানে তা উন্মুক্ত করা হয়েছে। পুরো উদ্যানের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন।
এর আগে বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। ইমামতি করেন খতিব আবদুল মালেক। পরে বিকেল পৌনে ৫টায় রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া মারা যান।
গত ২৩ নভেম্বর ফুসফুসের সংক্রমণজনিত শ্বাসকষ্ট নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে নিউমোনিয়া দেখা দেয় এবং কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসসহ পুরোনো জটিলতা আরও বেড়ে যায়। শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়, যেখানে মৃত্যুর আগ পর্যন্ত তিনি চিকিৎসাধীন ছিলেন।