শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১০ শাবান, ১৪৪৭ হিজরি

র‍্যাবকে দলীয় স্বার্থে ব্যবহার করেনি বিএনপি : বাবর

নিজস্ব প্রতিবেদক

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, বিএনপি কখনো র‍্যাবকে দলীয় স্বার্থে ব্যবহার করেনি।

তিনি বলেন, আমাদের নেত্রী জনগণের জানমাল নিরাপত্তায় আপসহীন ছিলেন। তার নির্দেশনায় র‍্যাব গঠন করা হয়েছিল, কিন্তু দলীয় প্রয়োজনে এক ঘণ্টা বা একদিনের জন্যও এ বাহিনীকে ব্যবহার করা হয়নি।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

লুৎফুজ্জামান বাবর বলেন, র‍্যাবকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছি—এমন অভিযোগ কেউ প্রমাণ করতে পারবে না। অন্যায় করলে বিএনপি নেতাকর্মীদেরও ছাড় দেওয়া হয়নি। এমনই ছিলেন বেগম খালেদা জিয়া।

তিনি আরও বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের নেত্রীর মধ্যে যে গুণাবলী আমি খুঁজে পেয়েছিলাম, তা আর কারো মধ্যে পাইনি। অনেক পরে এসে তার ছেলে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে আমি সেই গুণাবলী খুঁজে পেয়েছি। তিনি সকলের কাছে দোয়া চান, যেন আগামীতে তার নেতৃত্বে একটি জনগণের রাষ্ট্র গঠন করা যায়।

বাবর জানান, সকালে ঘুম থেকে উঠে তিনি ব্যক্তিগত আবেগে এখানে এসেছেন। কোনো রাজনৈতিক পরিকল্পনা ছিল না। আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতি নিয়েই তিনি সেখানে উপস্থিত হয়েছেন।

বিএনপির এই নেতা বলেন, নেত্রীর সঙ্গে তিনি ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। ওনার দেশপ্রেম প্রত্যক্ষ করেছেন। স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রশ্নে তিনি কখনো আপস করেননি।