টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের হুমকির প্রতিবাদ করায় বাংলাদেশ ইয়ুথ রেভুলেশন ও ধর্ষণ প্রতিরোধ মঞ্চের নেতা নুরনবিকে মারধর এবং ভিক্টর ক্লাসিক পরিবহণের দৌরাত্ম্য বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৪টার দিকে বাংলাদেশ ইয়ুথ রেভুলেশনের উদ্যোগে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমীর সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন বাংলাদেশ ইয়ুথ রেভুলেশনের মুখ্য সংগঠক সবুজ উদ্দিন ইকবাল, মুখপাত্র সাকিবুল ইসলাম, আহ্বায়ক ফাহাদ ইসলাম ফুয়াদ, এনসিপি নেতা সাইফুল ইসলাম আকাশ, আকাশ ঘোষ প্রমুখ।
বক্তারা বলেন, পহেলা জানুয়ারি বৃহস্পতিবার টঙ্গী কলেজগেট এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর সাথে ভিক্টর ক্লাসিক বাসের ড্রাইভার এবং হেলপারের কথা কাটাকাটি হয়। এসময় তারা ওই শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেয়। পরে ওই বাসে থাকা বাংলাদেশ ইয়ুথ রেভুলেশনের এক সদস্য বিষয়টি আমাদেরকে জানালে আমরা ও ছাত্রীকে (আপুকে) নিরাপদে উদ্ধার করি। উদ্ধার কার্যক্রম চালানোর সময় বাংলাদেশ ইয়ুথ রেভুলেশন ও ধর্ষণ প্রতিরোধ মঞ্চের নেতা নূরনবী বাসে আটকা পড়লে ওই বাসের ড্রাইভার ও চালক তাকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। বর্তমানে নূরনবী আশংকাজনক অবস্থায় ঢাকা রেডক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
বক্তারা আরও বলেন, আমরা অনতিবিলম্বে ভিক্টর ক্লাসিক বাসের ড্রাইভার ও হেলপারকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাই। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসুচি দেওয়া হবে।