শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১০ শাবান, ১৪৪৭ হিজরি

ডিসেম্বরে ১ লাখ ৩১ হাজার নতুন ভ্যাটদাতা নিবন্ধন এনবিআরের

নিজস্ব প্রতিবেদক : দেশব্যাপী বিশেষ প্রচারণার মাধ্যমে গত ডিসেম্বর মাসে ১ লাখ ৩১ হাজার নতুন ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধনের আওতায় এনেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 

আজ শনিবার জাতীয় রাজস্ব বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এনবিআর গত ১০ ডিসেম্বর ভ্যাট দিবস এবং ১০ থেকে ১৫ ডিসেম্বর, ২০২৫ ভ্যাট সপ্তাহ পালন করে। এবারের প্রতিপাদ্য ছিল ‘সময়মত নিবন্ধন নিব, সঠিকভাবে ভ্যাট দেব’। এই লক্ষ্যকে সামনে রেখে গত ১০ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে অনিবন্ধিত ১ লাখ ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল রাজস্ব কর্তৃপক্ষ।

গত ডিসেম্বর মাসে ছুটির দিনসহ প্রতিদিন মাঠপর্যায়ে জরিপ ও ধারাবাহিক প্রচারণার মাধ্যমে দেশের ১২টি ভ্যাট কমিশনারেট এই কার্যক্রম পরিচালনা করে। এর ফলে তারা নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে সফলভাবে ১ লাখ ৩১ হাজার নতুন ব্যবসা প্রতিষ্ঠানকে নিবন্ধনের আওতায় আনতে সক্ষম হয়েছে।

এনবিআরের তথ্য অনুযায়ী, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার আগে দেশে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫ লাখ ১৬ হাজার। নতুন নিবন্ধনের ফলে এই সংখ্যা এখন বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৭৫ হাজারে।

রাজস্ব বোর্ডের এই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সরকারের মোট রাজস্ব আয়ের ক্ষেত্রে কাস্টমস শুল্ক, ভ্যাট ও আয়করের মধ্যে ভ্যাটের অবদানই সবচেয়ে বেশি। গত অর্থবছরে মোট রাজস্বের প্রায় ৩৮ শতাংশ এসেছে ভ্যাট থেকে। ফলে ভ্যাটের আওতা বাড়িয়ে জাতীয় রাজস্ব আরও বাড়ানোর বড় সুযোগ রয়েছে বলে মনে করছে এনবিআর।

ভ্যাটের পরিধি বাড়াতে সরকার বিদ্যমান আইনেও সংশোধনী এনেছে। এর ফলে এখন থেকে বার্ষিক লেনদেন বা টার্নওভার ৫০ লাখ টাকা ছাড়িয়ে গেলেই সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। আগে বার্ষিক ৩ কোটি টাকা লেনদেনের ক্ষেত্রে এই বাধ্যবাধকতা ছিল।

ভ্যাট প্রদান প্রক্রিয়া সহজ করতে এনবিআর বেশ কিছু কার্যকর পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে অনলাইনে সহজ নিবন্ধন, সংগৃহীত ভ্যাট সরাসরি সরকারি কোষাগারে জমা দেওয়া এবং ই-ভ্যাট (বঠঅঞ) পদ্ধতিতে রিটার্ন দাখিল। 

এছাড়া, বাড়তি ভ্যাট সরাসরি করদাতার ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দেওয়ার স্বয়ংক্রিয় ব্যবস্থাও চালু করা হয়েছে। পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের সুবিধার কথা মাথায় রেখে সহজ ভ্যাট রিটার্ন ফরম চালুর উদ্যোগও নেওয়া হয়েছে।

একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে একটি দক্ষ ও অনলাইনভিত্তিক ভ্যাট ব্যবস্থা সফলভাবে বাস্তবায়নে ভোক্তা, ব্যবসায়ী, শিল্পপতি ও গণমাধ্যমের ধারাবাহিক সহযোগিতা চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।