ফেনী প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচনী আসন ফেনী-১ থেকে বিএনপি মনোনীত প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও ফেনী জেলা প্রশাসক মনিরা হক।
রোববার (৪ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে ফেনী-১ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে রফিকুল আলম মজনুর জমা দেওয়া মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। একইসঙ্গে ওই আসনে বেগম খালেদা জিয়ার জমা দেওয়া মনোনয়নপত্র স্থগিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।
মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর সন্তুষ্টি প্রকাশ করে রফিকুল আলম মজনু বলেন, “আলহামদুলিল্লাহ, আজ যাচাই-বাছাইতে আমার মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করা হয়েছে। আশা করছি সুষ্ঠু ভোটের মাধ্যমে বেগম জিয়ার আসনটি দলকে উপহার দিতে পারব ইনশাআল্লাহ। এ জন্য আমি আমার নির্বাচনী এলাকার সব ভোটারদের সহযোগিতা কামনা করছি।”
উল্লেখ্য, ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলা নিয়ে ফেনী-১ আসন গঠিত। এই আসন থেকে বেগম খালেদা জিয়া পাঁচবার নির্বাচিত হয়েছিলেন। তাঁর পক্ষে এবার মনোনয়নপত্র জমা দেওয়া হলেও মৃত্যুর কারণে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুকে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদান করা হয়েছে। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।