শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১০ শাবান, ১৪৪৭ হিজরি

সিলেটের ১২৬ রানে চট্টগ্রামের সামনে ১২৭ লক্ষ্য

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বাদশ আসরের ১১তম ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে জয়ের জন্য ১২৭ রানের লক্ষ্য দিয়েছে সিলেট টাইটান্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৬ রান সংগ্রহ করে তারা।

চট্টগ্রাম বোলারদের তোপে পাওয়ার প্লেতে মাত্র ৩৪ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে সিলেট। এ সময় অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ৫, হজরতুল্লাহ জাজাই ৪, জাকির হাসান ১৫, ইথান ব্রুকস ১৭ এবং আফিফ হোসেন ৪ রানে আউট হন।

ষষ্ঠ উইকেটে পারভেজ হোসেন ইমন ও আজমতুল্লাহ ওমারজাই ৪৬ বলে ৪৩ রানের জুটি গড়ে দলকে কিছুটা স্থিতি দেন। ইমন ব্যক্তিগত ১৭ রানে বিদায় নিলে ওমারজাই রাহাতুল ফেরদৌসকে সঙ্গে নিয়ে আরও ৩১ বলে ৩৪ রান যোগ করেন। ওমারজাই ৪টি চার ও ১টি ছক্কায় ৪১ বলে সর্বোচ্চ ৪৪ রান করেন।

দলীয় ১১১ রানে ওমারজাই আউট হলে অষ্টম উইকেটে রাহাতুল ও নাসুম আহমেদ অবিচ্ছিন্নভাবে ১০ বলে ১৫ রান যোগ করেন। রাহাতুল ১৭ এবং নাসুম ৬ বলে ১৩ রানে অপরাজিত থাকেন।

চট্টগ্রাম অধিনায়ক মাহেদি হাসান ১৮ রানে ২ উইকেট এবং মির্জা বেগ ২৪ রানে ২ উইকেট নেন।