শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১০ শাবান, ১৪৪৭ হিজরি

১০ ঘণ্টা পর আরিচা-কাজিরহাটের মধ্যে ফেরি চলাচল পুনরায় শুরু 

মানিকগঞ্জ প্রতিনিধি : ঘন কুয়াশার কারণে ৯ ঘণ্টা ৫০ মিনিট বন্ধ থাকার পর যমুনা নদীর আরিচা-কাজিরহাটের মধ্যে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)-এর আরিচাঘাট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বিআইডব্লিউটিসি আরিচাঘাটের ব্যবস্থাপক মো. আব্দুল্লাহ জানান, ঘন কুয়াশায় নদীর তলদেশ ঢেকে যাওয়ার ফলে ফেরি চলাচল বন্ধ হয়ে যায় এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়।

তিনি জানান, স্থগিতাদেশের সময় সব ফেরি উভয় ঘাটে নোঙর করা ছিল। ৯ ঘণ্টা ৫০ মিনিট বন্ধ থাকার পর আজ সকাল ৯ টা ২০মিনিটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। সব ফেরি এখন সম্পূর্ণ লোডসহ স্বাভাবিকভাবে চলছে।