শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১০ শাবান, ১৪৪৭ হিজরি

যশোরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণসভা অনুষ্ঠিত

যশোর প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) বিকালে জেলা বিএনপির উদ্যোগে যশোর শহরের মুন্সি মেহেরুল্লাহ ময়দানে (টাউন হল) এ আয়োজন করা হয়।

সভায় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।

তিনি মরহুমা খালেদা জিয়াকে স্মরণ করে বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন নেত্রী, যিনি তার আদর্শ ও নীতি কখনো ছাড়েননি। তিনি দেশের জন্য, জনগণের জন্য এবং শিক্ষার প্রসারে যে অবদান রেখেছেন, তা জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। ব্যক্তিগত ও রাষ্ট্রীয় জীবনে তিনি ছিলেন সংগ্রামী। কোনো ভয়ভীতি কিংবা লোভ-লালসায় তিনি আপস করেননি। তিনি মজলুমদের পাশে দাঁড়িয়েছেন, রাষ্ট্রের অভিভাবকের ভূমিকায় ছিলেন এবং স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন। তার নেতৃত্ব, দৃঢ়তা ও নৈতিকতা সবসময় আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”

এ সময় বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব মো. রাজিদুর রহমান সাগর, যশোর নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা তরফদার রয়েল এবং যশোর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক।

সভায় জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।