টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি বলেছেন, স্বৈরাচারি হাসিনা সরকার যেভাবে বেগম খালেদা জিয়াকে চিকিৎসা থেকে বঞ্চিত রেখে সুপরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল, মিথ্যা মামলা দিয়ে কারাবন্ধি করেছিল, সেরকমভাবে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের শতশত নেতাকর্মীরকে গুম, খুন করেছে।
সোমবার বিকেল ৪টায় টঙ্গী পশ্চিম থানা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টঙ্গী পশ্চিম মেট্রো থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব ভিপি আসাদুজ্জামান নূরের সঞ্চালনায় এতে প্রধান আলোচকের বক্তব্য রাখেন টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক মাহাবুবুল আলম শুক্কুর,
পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার, আবুল হাসেম, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর-ই মোস্তফা খান,দপ্তর সম্পাদক মিজানুর রহমান ব্যাপারী, বিএনপি নেতা মাহবুবুর আলম শুক্কুর,আইয়ুব আলী,গাজীপুর মহানগর সেচ্ছাসেবক দলের(সাবেক) যুগ্ন আহবায়ক সিরাজুল ইসলাম সাথী, টঙ্গী পূর্ব থানা যুবদলের আহবায়ক আকবর হোসেন ফারুক, সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল, যুবদল নেতা গাজী মোশারফ, শেখ মোহাম্মদ সুমন, আবু বক্কর সিদ্দিক, মাহমুদুল হাসান মিরন প্রমুখ।
এম. মঞ্জুরুল করিম রনি বলেন, আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান আগামীতে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছেন এবং বিএনপির সকল নেতাকর্মীকে সমাজের মানুষের জন্য কাজ করতে নির্দেশ দিয়েছেন।
তিনি আরও বলেন, সারাদেশ তথা টঙ্গী-গাজীপুরে ধানের শীষের জোয়ার উঠেছে। তাই আগামী ১২ ফেব্রুয়ারি সর্বোচ্চ ভোটের মাধ্যমে গাজীপুর-২ আসনে আমাকে জয়ী করবেন বলে আমি আশাবাদী।
পরে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা ও তারেক রহমানের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। এর আগে টঙ্গী পূর্ব থানা এলাকার আমজাদ আলী উচ্চবিদ্যালয়ে অপর একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পরে উপস্থিত সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়।