শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১০ শাবান, ১৪৪৭ হিজরি

মিনিটে প্রায় ৩৫০ ফলোয়ার হারাচ্ছে কলকাতা নাইট রাইডার্স

স্পোর্টস ডেস্ক : কলকাতা নাইট রাইডার্সের ফেসবুক পেজে একের পর এক পোস্ট স্ক্রল করলেই চোখে পড়ে অ্যাংরি ও হাহা রিঅ্যাকশনের সয়লাব। নেতিবাচক মন্তব্যে ভরে উঠছে কমেন্ট বক্স। শুধু তাই নয়, আইপিএলের এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি হারাচ্ছে লাখ লাখ ফলোয়ার। সর্বশেষ ৪৮ ঘণ্টায় কলকাতার ১০ লাখ ফলোয়ার কমে গেছে।

৩ জানুয়ারি নিলাম থেকে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে কেনা বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর থেকেই শুরু হয়েছে এই ভরাডুবি। পরিসংখ্যান বলছে, পরশু কলকাতার পেজে ফলোয়ার ছিল ১ কোটি ৮০ লাখ, এখন তা নেমে এসেছে ১ কোটি ৭০ লাখে। অর্থাৎ প্রতিদিন গড়ে ৫ লাখ ফলোয়ার হারাচ্ছে তারা। মিনিটে কমছে প্রায় ৩৪৭ জন, আর প্রতি সেকেন্ডে কমছে ৫ জন ফলোয়ার।

মোস্তাফিজকে বাদ দেওয়ার ঘোষণার পোস্টে এখন পর্যন্ত পড়েছে ২ লাখ ৩ হাজার রিঅ্যাকশন। এর মধ্যে অ্যাংরি রিঅ্যাকশনই ১ লাখ ৩৭ হাজার, হাহা পড়েছে ৪০ হাজার। মন্তব্য হয়েছে ৬০ হাজারেরও বেশি, যার বেশির ভাগই বিসিসিআই, আইপিএল ও ভারতকে ঘিরে ক্ষোভ প্রকাশ। এক পক্ষ আরেক পক্ষের ওপর চড়াও হচ্ছে মন্তব্যের ঘরে।

মোস্তাফিজকে বাদ দেওয়ার পর কলকাতার পেজে আরও ৯টি পোস্ট করা হয়েছে। বরুণ চক্রবর্তী, নিউজিল্যান্ড সিরিজের জন্য ভারতের ওয়ানডে দল, ভারতের অনূর্ধ্ব-১৯ দল ও অস্ট্রেলিয়ার তারকা পেসার ক্যামেরন গ্রিনকে নিয়ে করা এসব পোস্টেও একইভাবে অ্যাংরি-হাহা রিঅ্যাকশন ও নেতিবাচক মন্তব্য দেখা গেছে। ফলোয়ার সংখ্যা ১৮ লাখ থেকে ১৭ লাখে নেমে যাওয়ায় কেউ কেউ কটাক্ষও করেছেন। প্রতিটি পোস্টেই মোস্তাফিজকে বাদ দেওয়ার প্রসঙ্গ উঠে এসেছে।

মোস্তাফিজুর রহমান এর আগে সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লি ক্যাপিটালস, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন। আইপিএলে এখন পর্যন্ত ৬০ ম্যাচে ৮.১৩ ইকোনমি রেটে নিয়েছেন ৬৫ উইকেট। ২০২৪ সালে চেন্নাই সুপার কিংস তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট দিয়েছিল। গত আসরে জেক ফ্রেজার ম্যাগার্ক না খেলায় দিল্লি ক্যাপিটালস মাঝপথে দলে নেয় মোস্তাফিজকে। তবে এবার বাংলাদেশ-ভারত রাজনৈতিক সম্পর্কের বলি হয়েই মূলত তিনি আইপিএলে খেলতে পারছেন না।